BTCL Projects sub

‘‘১০০০ টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন’’ প্রকল্প

বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা, ১২ নভেম্বর ২০১৪
প্রকল্প সংক্রান্ত তথ্যাদিঃ

 

রকল্পের নামঃ

‘‘১০০০ টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন’’

প্রকল্পের মেয়াদঃ

জানুয়ারী/২০১২ থেকে জুন/২০১৬

প্রকল্পের মোট মূল্যঃ

৭১৮.৯৭০৯ কোটি টাকা। (স্থানীয়ঃ ৫৬৮.২৪০২ ও বৈদেশিকঃ ১৫০.৭৩০৭ কোটি টাকা)

একনেকের অনুমোদনঃ

২৪-০১-২০১২

প্রকল্প পরিচালক নিয়োগঃ

০১/০৩/২০১২

প্রকল্পের উদ্দেশ্যঃ

  1. · বাংলাদেশের ৬৪টি জেলার ৯৮টি উপজেলা হতে ১০০৬টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের মাধ্যমে গ্রাম পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ ও ইউনিয়ন তথ্যকেন্দ্রে ইন্টারনেট সংযোগের ব্যাকবোন নেটওয়ার্ক স্থাপন।
  2. · ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মাধ্যমে ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য আইসিটি সেবা ইউনিয়ন পর্যায়ে বিস্মৃত করা।
  3. · দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন।
  4. · আইসিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মসৃজন করা।

প্যাকেজের আওতাধীন কাজসমুহঃ

  1. · ইক্যুইপমেন্ট সংগ্রহ ও স্থাপন (MSPP)।
  2. · অপটিক্যাল ফাইবার ক্রয় (OFC) ।
  3. · অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন (OSP) ।
  4. · আর্থিং ও বৈদ্যুতিক সংযোগ।

কাজের অগ্রগতিঃ

জোন-১: বৃহত্তর ঢাকা এবং বৃহত্তর ফরিদপুর-এর জেলাসমুহ।

১৯১টি ইউনিয়ন পরিষদ

লট-এ: ১০৪টি ইউনিয়ন পরিষদ

লট-বি: ৮৭টি ইউনিয়ন পরিষদ

বাস্তবায়ন শুরু হয়েছে, জুলাই/২০১৫ সালে শেষ হবে।

জোন-২: চট্টগ্রাম বিভাগ।

২০৪টি ইউনিয়ন পরিষদ

লট-এ: ৭৩টি ইউনিয়ন পরিষদ

লট-বি: ৭১টি ইউনিয়ন পরিষদ

লট-সি: ৬০টি ইউনিয়ন পরিষদ

মাঠপর্যায়ে জরিপ করা হয়েছে। বাস্তবায়নকাল ২০১৫-২০১৬।

জোন-৩: রাজশাহী ও রংপুর বিভাগ।

২৪৫টি ইউনিয়ন পরিষদ

লট-এ: ৮১টি ইউনিয়ন পরিষদ

লট-বি: ৮৬টি ইউনিয়ন পরিষদ

লট-সি: ৭৮টি ইউনিয়ন পরিষদ

দরপত্র প্রক্রিয়াধীন। বাস্তবায়নকাল ২০১৫-২০১৬

জোন-৪: খুলনা ও বরিশাল বিভাগ।

১৯৪টি ইউনিয়ন পরিষদ

লট-এ: ৯৭টি ইউনিয়ন পরিষদ

লট-বি: ৯৭টি ইউনিয়ন পরিষদ

মাঠপর্যায়ে জরিপ করা হয়েছে। বাস্তবায়নকাল ২০১৫-২০১৬।

জোন-৫: সিলেট বিভাগ, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

১৭৩টি ইউনিয়ন পরিষদ

লট-এ: ৮৯টি ইউনিয়ন পরিষদ

লট-বি: ৮৪টি ইউনিয়ন পরিষদ

যন্ত্রপাতি ক্রয়ের চুক্তি সম্পন্ন। অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের দরপত্র প্রক্রিয়াধীন। অক্টোবর/২০১৫ সালে শেষ হবে।


Website Security Test